ঢাকা ০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে ২৫ কেজি  গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৩

সিরাজগঞ্জে ২৫ কেজি  গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৩

বগুড়া-নগড়বাড়ি মহাসড়কের সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা বাজার এলাকায় অভিযান চালিয়ে ২৫ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। তারা হলেন, লালমনিরহাটের আদিতমারী উপজেলার পূর্ব দিঘলটারি গ্রামের হাসান আলীর ছেলে আব্দুল ছালেক (২৬), আকতার আলীর ছেলে আলতাব হোসেন (২৮) ও একই এলাকার কালিগঞ্জ উপজেলার সতিরপাড়া গ্রামের অনন্ত কুমারের ছেলে শ্রী রতন কুমার রায় (৩১)। ওসি (ডিবি) জুলহাজ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আলোকিত বাংলাদেশকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডলের দিক নির্দেশনায় বৃহস্প্রতিবার রাতে ওই এলাকায় অভিযান চালিয়ে উল্লেখিত গাঁজাসহ তাদের গ্রেপ্তার করা হয় এবং মাদক কাজে ব্যবহৃত মিনি ট্রাক জব্দ করা হয়েছে। তারা দীর্ঘদিন ধরে এ অবৈধ ব্যবসায় জড়িত ছিল। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

গাঁজা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত